টিডিএন বাংলা ডেস্ক: আপার প্রাইমারীতে দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করলো বাম ছাত্র সংগঠন। বৃহস্পতিবার বিকেলে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে বিক্ষোভ মিছিল করে তারা। তাদের দাবি, অবিলম্বে চাকরিপ্রার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। পাশাপাশি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর পুলিশ বলপ্রয়োগের বিরুদ্ধেও সরব হয় বামেরা।