দেশ

এবার গরুরও আধার কার্ড! উত্তরপ্রদেশে গরুর কানে লাগানো হচ্ছে চিপ সমেত হলুদ কার্ড

টিডিএন বাংলা ডেস্ক: এবার গরুদের জন্যও আধার কার্ড। যোগীর রাজ্যে গরু মোষের কানে লাগানো হচ্ছে চিপ সমেত একটি হলুদ আধার কার্ড। ওই কার্ডে একটি ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকছে এবং একটি চিপ। ওই নম্বরের সাহায্যে নির্দিষ্ট গরু বা মোষের যাবতীয় তথ্য পাবে সরকার। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মোট ৬৬ লাখ গরু ও ৬৭ লাখ মোষের কানে লাগানো হয়েছে ওই চিপ সহ আধার কার্ড। একটি বিশেষ ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডি চিপ-এর সাহায্যে নির্দিষ্ট গরুর বয়স, লোকেশন, প্রজাতি, টিকাকরণের সময়, দুধ দেওয়ার পরিমাণ, ওজনসহ সবই জানা যাবে। এর পাশাপাশি মালিকের নাম ও ফোন নম্বরও দেওয়া থাকবে ওই চিপে।

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ সময় গরুর বয়ষ বেড়ে গেলে বা দুধে দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেলে অনেকেই গরু বা মোষকে গোয়াল থেকে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় ওই গরুটি রাস্তায় অনাহারে মারা যাচ্ছে। তবে এবার আধার কার্ড লাগানো হয় গেলে এভাবে গরুদের গোয়াল থেকে তাড়িয়ে দিতে পারবেনা গোয়ালের মালিকরা। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ শে মার্চ ২০২১- এর মধ্যে উত্তরপ্রদেশের প্রতিটি গরুর আধার কার্ড তৈরি হয়ে যাবে। প্রতিটি গরুর টিকাকরণের সময় বাধ্যতামূলকভাবে এই কার্ড লাগাতে হবে মালিকদের। এর ফলে বেআইনিভাবে গরু পাচার আটকানো যাবে বলেও জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

Related Articles

Back to top button
error: