অখন্ড ভারত মোর্চার হালাল পদ্ধতিতে পশুহত্যা নিষিদ্ধের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
টিডিএন বাংলা ডেস্ক: হালাল পদ্ধতিতে পশু হত্যা অত্যন্ত যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই পদ্ধতিতে পশু হত্যা নিষিদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অখন্ড ভারত মোর্চা। এই আবেদন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় মামলাকারীদের অভিসন্ধি নিয়েও প্রশ্ন তোলে আদালত। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয়। বিচারপতি সরাসরি জানান আদালত বলে দিতে পারে না কে কি খাবার খাবে। কোন ব্যক্তি নিরামিষ খাবার খাবেন, কিংবা কোন ব্যক্তি আমিষ খাবার খাবেন সেটা তাদের ব্যক্তিগত পছন্দের বিষয়। তেমনি যারা হালাল মাংস খেতে চান তারা হালাল মাংস খাবেন। যারা ঝটকা মাংস খেতে চান তারা ঝটকা মাংস খাবেন।
প্রসঙ্গত ভারতের সংবিধানে পশুদের উপর অত্যাচার আইনের ২৮ নম্বর ধারায় মুসলিমদের ক্ষেত্রে হালাল পদ্ধতিতে এবং হিন্দুদের ক্ষেত্রে ঝটকা পদ্ধতিতে তৈরি মাংস খাওয়ার অধিকার দেওয়া হয়েছে। ওই আইন কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অখন্ড ভারত মোর্চা।