দেশ

রাজ্যের জিএসটি রাজস্ব হ্রাসের ক্ষতিপূরণ দিতে কেন্দ্র সরকার বাজার থেকে ঋণ নিতে পারবে না: নির্মালা সিতারামান

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার জিএসটি মিটিংয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন রাজ্যের জিএসটি রাজস্ব হ্রাসের ক্ষতিপূরণ দিতে কেন্দ্র সরকার বাজার থেকে ঋণ নিতে পারবে না, কারণ এর ফলে বাজারে ঋণের ব্যয় বেড়ে যাবে। তবে রাজ্যগুলি চাইলে ভবিষ্যৎ জিএসটির পরিবর্তে বাজার থেকে ঋণ গ্রহণ করতে পারে। সে ক্ষেত্রে ঋণের ব্যয় বৃদ্ধি হবে না।নির্মলা সীতারামন বলেন, ২১ টি রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের এই বিকল্পে সহমত পোষণ করেছে। তবে কিছু রাজ্য এ বিষয়ে এখনো একমত নয়। এ প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন,”আমরা এখনো ঐক্যমত গড়ে তুলতে পারিনি।”

এই নিয়ে তৃতীয় বার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর নেতৃত্বে রাজ্য অর্থ মন্ত্রীদের পরিষদে জিএসটির ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা হলো। বিরোধীদল শাসিত কয়েকটি রাজ্য এ বিষয়ে ঐক্যমত গঠনের জন্য একটি মন্ত্রী কমিটি গঠন করার পরামর্শ দিয়েছে। অপরদিকে বিজেপি শাসিত রাজ্য গুলির ইতিমধ্যেই কেন্দ্রের দেওয়া বিকল্পে প্রকাশ করেছে।

চলতি অর্থবর্ষে জিএসটি ক্ষতিপূরণ রাজস্বে ২.৩৫ লক্ষ কোটি টাকা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আগস্টে রাজ্যগুলিকে দুটি বিকল্প দেয়। প্রথম বিকল্পের অধীনে, রিজার্ভ ব্যাংক দ্বারা ৯৭ হাজার কোটি টাকার ঋণের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং দ্বিতীয় বিকল্পের আওতায় বাজার থেকে পুরো ২.৩৫ লক্ষ কোটি টাকা জোগাড়ের প্রস্তাব করা হয়েছে।

Related Articles

Back to top button
error: