আপনার মেয়ে হলে মধ্য রাত্রে অন্তিম সৎকার করতে দিতেন? হাথরাস মামলায় পুলিশ আধিকারিকদের প্রশ্ন আদালতের
টিডিএন বাংলা ডেস্ক: আপনার মেয়ে হলে মধ্য রাত্রে অন্তিম সৎকার করতে দিতেন? হাথরাস মামলায় এদিন এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে শুনানি চলাকালীন পুলিশ এবং প্রশাসনকে এই মামলায় আচরন নিয়ে তীব্র ভর্ৎসনা করল আদালত। এদিন আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের মেয়ের অন্তিম সংস্কার করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর হবে।
এদিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ সেক্রেটারি হোম, ডিজিপি হিতেশ চন্দ্র অবস্তি, এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার, এবং হাতরাসের ডিএম প্রবীন কুমার। পরিবারের তরফ থেকে এদিন আদালতে জানানো হয়, অন্তিম সৎকারের সময় পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলেন না, কিছু গ্রামের লোকেদের ডেকে চিতায় ঘুঁটে রেখে দেওয়া হয়েছিল। পরিবারের তরফ থেকে আরও বলা হয় যে পরিবারের ইচ্ছে ছিল অন্তিম সৎকারের কাজ ৫ টার পরে করা হোক যাতে পরিবারের সদস্যরা তাদের মেয়ের মুখ শেষবারের মতো দেখতে পান।
এর জবাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছে যখন নির্যাতিতার দেহ শেষকৃত্যের জন্য গ্রামে নিয়ে আসা হয়েছিল সেসময় ৩০০-৪০০ জনের লোকের একটি জমায়েত গ্রামে মজুদ ছিল। সেই কারণেই রাতে অন্তিম সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর এই বক্তব্যের বিরোধিতা করেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের তরফ থেকে বলা হয়েছে সে সময় গ্রামে দুশো তিনশো পুলিশ ছিল। আর ৫০ থেকে ৬০জন গ্রামের লোকেরা উপস্থিত ছিল। তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বেশি ভিড় থাকার কথা ভুল বলে মন্তব্য করেছে নির্যাতিতার পরিবার।
আদালতে নির্যাতিতার বৌদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর সেই বক্তব্যটি উল্লেখ করেন যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছিলেন, যদি আপনাদের মেয়ে করোনায় মারা যেতেন তাহলে তো আপনারা কিছুই পেতেন না। এর পাশাপাশি সিবিআই তদন্তের গোপনীয়তা বজায় রাখার জন্য আদালতের কাছে আবেদন করে নির্যাতিতার পরিবার এবং নিজেদের প্রাণ সংশয় এর কথা উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখারও আবেদন জানানো হয় পরিবারের তরফ থেকে।