টিডিএন বাংলা ডেস্ক: বিতর্কিত তিনটি কৃষি বিল সংসদে পাশ হয়ে যাবার পর এবার সুপ্রিমকোর্টে জবাবদিহি করতে হবে কেন্দ্রকে। কৃষিবিলের বিরোধিতা করে সুপ্রিম করতে ইতিমধ্যেই তিনটি পিটিশন জমা পড়েছে। ওই আবেদনপত্রগুলির সূত্রে উপযুক্ত জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে। এর জবাবে কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ওই আবেদনপত্রগুলির জবাব জমা দেবেন।