টিডিএন বাংলা ডেস্ক: বলিউডের খ্যাতনামা ব্যাকগ্রাউন্ড সিঙ্গার এবং ভক্তিগীতি গায়িকা অনুরাধা পাড়োয়ালের আদিত্য পাড়োয়াল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিগত কয়েক মাস ধরে কিডনি সংক্রান্ত রোগের অসুস্থ ছিলেন ৩৫ বছর বয়সে আদিত্য পাড়োয়াল। অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে তাঁর কিডনির কর্মক্ষমতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
আদিত্য পাড়োয়াল তার মায়ের মতই ভজন এবং ভক্তি গীত গাইতেন। এছাড়া একজন মিউজিক কম্পোজার হিসেবেও কাজ করেছেন। একটি ইন্টারভিউয়ে আদিত্য পাড়োয়াল বলেছিলেন তিনি ভক্তিগীতি তে নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করতে চান। একজন সুদক্ষ মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি। বিশ্বের সবথেকে কম বয়স্ক মিউজিক ডিরেক্টর হিসেবে তাঁর নাম “লিমকা বুক অফ অ্যাওয়ার্ডসের” অন্তর্ভুক্ত করা হয়েছে।