দেশ
কোভিডের বিরুদ্ধে মোদি সরকারের ‘সুনিয়োজিত লড়াই’ ভারতকে সমস্যার খাদে ফেলে দিয়েছে: রাহুল গান্ধী
টিডিএন বাংলা ডেস্ক: ফের মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও যোজনা নিয়ে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার একটি টুইট করে রাহুল গান্ধী দাবি করেন, কোভিডের বিরুদ্ধে মোদি সরকারের সুনিয়োজিত লড়াই ভারতকে সমস্যার খাদে ফেলে দিয়েছে। নিজের মন্তব্যের সমর্থনে এরপর বেশ কয়েকটি অনুপাত এর উল্লেখ করেছেন রাহুল গান্ধী।
এদিন সকালে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে রাহুল গান্ধী লেখেন,”কোভিডের বিরুদ্ধে মোদি সরকারের সুনিয়োজিত লড়াই ভারতকে সমস্যার খাদে ফেলে দিয়েছে: ১) জিডিপিতে ২৪% ঐতিহাসিক ঘাটতি, ২) ১২ কোটি চাকরি ছাঁটাই, ৩) ১৫.৫ লক্ষ্য অতিরিক্ত ক্ষতিগ্রস্ত ধার, ৪) দৈনন্দিন হিসেবে বিশ্বের সর্বাধিক কোভিডের মামলা-মৃত্যু। কিন্তু ভারত সরকার এবং সংবাদমাধ্যম বলছে ‘সব ঠিক আছে’।”