আমরা দেশের গণআন্দোলনের একজন অত্যন্ত শৃংখলাবদ্ধ সঙ্গীকে হারিয়ে ফেললাম: জিগনেশ মেভানি
টিডিএন বাংলা ডেস্ক: গতকাল হরিয়ানার প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা, বিশিষ্ট সমাজকর্মী এবং রাজনীতিবিদ স্বামী অগ্নিবেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লিভার সিরোসিস জনিত রোগে ৮০ বছর বয়সে গতকাল সন্ধ্যায় মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছেন দেশের বহু বিশিষ্ট ব্যক্তিরা। সেই ধারায় গুজরাটের ভাডগাম বিধানসভা এলাকার বিধায়ক জিগনেশ মেভানি এদিন সকালে স্বামীজীর সঙ্গে নিজের একটি ছবি ট্যাগ করে একটি টুইটে লেখেন,”আমরা দেশের গণআন্দোলনের একজন অত্যন্ত শৃংখলাবদ্ধ সঙ্গী হারিয়ে ফেললাম।”
জিগনেশ মেভানি এদিন স্বামীজীকে দেশের গণআন্দোলনের একজন বিশিষ্ট কর্মযোগী হিসেবে উল্লেখ করে লেখেন,”স্বামী অগ্নিবেশ এর সঙ্গে প্রথম এবং শেষ ছবি। স্বামীজি এখন আমাদের মধ্যে নেই। আমরা দেশের গণআন্দোলনের এক অত্যন্ত শৃংখলাবদ্ধ সঙ্গীকে হারিয়ে ফেললাম। উনি সারা জীবন এই বার্তা দেন যে, গেরুয়া রং পরিধানকারীর জীবন এবং চরিত্র কেমন হওয়া উচিত। আপনার শৃংখলাবদ্ধ বাণী সবসময় মনে থাকবে। বিদায় স্বামীজি।”