টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার হরিয়ানার প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা, বিশিষ্ট সমাজকর্মী এবং রাজনীতিবিদ স্বামী অগ্নিবেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লিভার সিরোসিস জনিত রোগে ৮০ বছর বয়সে গতকাল সন্ধ্যায় মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছেন দেশের বহু বিশিষ্ট ব্যক্তিরা। দেশের এই মহান কর্মযোগের গণআন্দোলনের লড়াইকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সমাজকর্মী উমর খালিদ।
স্বামীজীর মৃত্যুতে শোক প্রকাশ করে দিন একটি টুইটে উমর খালিদ লেখেন,”স্বামী অগ্নিবেশজি, আপনার সাথে পরিচিত হওয়া সম্মানের বিষয়। গণ আন্দোলন এক প্রিয় বন্ধুকে হারালো। কিন্তু আমরা বৈষম্য গোঁড়ামি কুসংস্কার এবং উপেক্ষার বিরুদ্ধে আপনার লড়াইকে আগে এগিয়ে নিয়ে যাব। এটাই আপনার উদ্দেশ্যে সত্তিকারের সম্মান প্রদর্শন করা হবে।”