দেশ
৪৫ বছর পর এলএসিতে চলল গোলাগুলি; গালওয়ান সংঘর্ষের পর ভারত বদলেছে রুল অফ এনগেজমেন্ট নীতি
টিডিএন বাংলা ডেস্ক: চিন সেনার এলএসি-তে অনুপ্রবেশ রুখতে সতর্কতামূলক গুলিবর্ষণ করল ভারতীয় সেনা। লাদাখের প্যাংগং লেকের দক্ষিণে এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনি সূত্রে জানানো হয়েছে যে, ভারত কেবল এলএসি-তে অনুপ্রবেশ রুখতে সতর্ক করার জন্য গুলি চালিয়েছিল।
প্রসঙ্গত,প্রসঙ্গত, ভারত-চীন সীমান্তে দীর্ঘ ৪৫ বছর পর এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এলএসি-তে সর্বশেষ গুলি চালানোর ঘটনা ঘটেছিল ১৯৭৫ সালের অক্টোবর মাসে অরুণাচল প্রদেশে। ১৫ জুন, ২০ জন ভারতীয় সেনা গালওয়ান সংঘর্ষে নিহত হয়। এই সংঘর্ষের সময় ও ভারতীয় সেনা সংযম বজায় রেখেছিল এবং গোলাগুলি করেনি।গালওয়ান সংঘর্ষের পরে, ভারত ‘রুল অফ এনগেজমেন্ট’ নীতি পরিবর্তন করেছে। যার ফলে, এখন প্রয়োজনে গুলি চালানো যেতে পারে।