দেশ
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তেলেগু সুপারস্টার জয়প্রকাশ রেড্ডি; শোকপ্রকাশ করলেন চন্দ্রবাবু নাইডু
টিডিএন বাংলা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা জয়প্রকাশ রেড্ডি। আজ সকালে ৭৪ বছর বয়সী তেলেগু সুপারস্টার জয়প্রকাশ রেড্ডি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু একটি টুইট বার্তায় শোকপ্রকাশ করে লিখেছেন,”জয়প্রকাস রেড্ডি গুরুর মৃত্যুতে তেলেগু সিনেমা এবং থিয়েটার নিজের একটি আমুলি হীরে হারাল। বহু দশক ধরে তাঁর বিভিন্ন ভূমিকা আমাদের অনেক স্মৃতি দিয়েছে। আমার হৃদয় তার পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য এই মুহুর্তে দুঃখে পূর্ণ।”