দেশ

মাত্র ১৪ বছর বয়সেই স্নাতক হয়ে দেশের নজির তেলেঙ্গানার কিশোরের

টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই স্নাতক হয়ে দেশের নজির গড়ার দাবি তেলেঙ্গানার কিশোর অগস্ত্য জয়সওয়াল। সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষার ফল বেড়াতেই মাস কমিউনিকেশন ও জার্নালিজমে স্নাতক ডিগ্রি পেয়েছে সে। মাত্র ৯ বছর বয়সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো অগস্ত্য। অগস্ত্যর বাবা অশ্বিণী কুমার জয়সওয়াল জানান, প্রত্যেক শিশুর মধ্যেই বিশেষ গুণ থাকে। বাবা-মা যদি তাকে সঠিক পথে চালিত করেন, সেই গুণের বিকাশ ঘটতে সাহায্য করেন, তাহলে প্রত্যেক শিশুর পক্ষেই অসাধারণ কিছু করা সম্ভব। এদিকে মাস কমিউনিকেশন ও জার্নালিজমে স্নাতক হলেও ডাক্তার হওয়ার ওই ছাত্রের। খুব শীঘ্রই এবার এমবিবিএস ডিগ্রি করতে চলেছে অগস্ত্য জয়সওয়াল

Related Articles

Back to top button
error: