দেশ

কাঠুয়া এবং উন্নাওয়ের পর এবার হাথরাসেও অভিযুক্তদের সমর্থনে করা হলো সভা! আয়োজক বিজেপি নেতা

টিডিএন বাংলা ডেস্ক: কাঠুয়া গণধর্ষণ কাণ্ড এবং উন্নাও গণধর্ষণকাণ্ডের পর এবার উত্তরপ্রদেশের হাথরাস গণধর্ষণ কাণ্ডের ক্ষেত্রেও অভিযুক্তদের সমর্থনে আয়োজন করা হলো এক বিরাট সভা। বিজেপির প্রাক্তন বিধায়ক রাজবীর সিং পেহলওয়ান তার নিজের বাড়িতে আয়োজন করেন এই সভার। ওই সভায় অভিযুক্তদের পরিবারের সদস্যদের পাশাপাশি তথাকথিত উচ্চবর্ণের সমাজের প্রতিনিধিরা।

ওই সভার আয়োজন বিজেপির প্রাক্তন বিধায়ক রাজবীর সিং পেহলওয়ানের দাবি, এই মামলায় অভিযুক্ত ৪ যুবককে মিথ্যে ঘটনার ফাঁসানো হয়েছে। হাথরসের সাংসদ রাজবীর সিং দিলের এবং তাঁর মেয়ে মঞ্জু ব্যক্তিগত শত্রুতার জন্য অভিযুক্তদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। 

কিছুদিন আগেও বিজেপির ওই প্রাক্তন বিধায়ক বলেছিলেন,নির্যাতিতার মা ও ভাই তাদের মেয়েকে খুন করে। তারপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এলাকারই চার যুবককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এবার অভিযুক্ত চার যুবককে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তাদের সমর্থনে এক বিশাল সভার আয়োজন করে ফেলেন নিজের বাড়িতেই।

এদিকে কয়েকদিন আগেও গ্রামে এসআইটির তদন্ত প্রভাবিত হতে পারে বলে কাউকে ঢুকতে দিচ্ছিলোনা যোগী প্রশাসন। অথচ গ্রামে এত বড় একটা সভা হয়ে গেলেও তার হদিশ জানেনা প্রশাসন। হাথরাসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দাবি, তিনি এই সভা সম্পর্কে কিছুই জানেন না। অপরদিকে প্রাক্তন বিধায়ক জানিয়েছেন যে তিনি এই সভার বিষয়ে পুলিশকে আগে থেকেই জানিয়েছিলেন। তাহলে প্রশ্ন উঠছে এত বড় একটা সভা শুধুমাত্র পুলিশকে জানিয়ে করে ফেলা হলো? আরি ধরনের সভা করলে এসআইটির তদন্তে কি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকে না?

Related Articles

Back to top button
error: