দেশ

নীতিশের নেতৃত্বে নির্বাচন লড়বে না এলজেপি যদিও সমর্থন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে; সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত

টিডিএন বাংলা ডেস্ক: বিহার নির্বাচনের আগে এনডিএর সহযোগী দল এলজেপি তরফ থেকে বড়োসড়ো ঝটকা খেলো নীতীশ কুমারের দল। এলজিপি নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচনী লড়াই না লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এলজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে এলজেপি এবং বিজেপির সরকার তৈরি করা নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। পাশাপাশি ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত বিধায়ক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আরো বেশি করে সমর্থন করে তাঁর শক্তি বৃদ্ধি করবেন।

এদিন দলের সভাপতি চিরাগ পাসওয়ানের নেতৃত্বে এলজেপির সংসদীয় বৈঠক করা হয়। ওই বৈঠকে দলের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র পশুপতিনাথ পারস করোনা সংক্রমনের কারণে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করেন। এদিনের বৈঠকে সুরজভান সিং, চন্দন সিং, বীণা দেবী, রাজু তিওয়ারি, যুবরাজ রাজ, কালী পান্ডে, আবদুল খালিদরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
error: