দেশ

মণিকর্ণিকার পর এবার কঙ্গনা রানাওয়াতের বাড়িতে অবৈধ নির্মাণের নোটিশ পাঠাল বিএমসি

টিডিএন বাংলা ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং মহারাষ্ট্র সরকারের মধ্যে চলতে থাকা বিবাদের মধ্যেই কঙ্গনা রানাওয়াতকে কোণঠাসা করতে তোড়জোড় শুরু করে দিয়েছে বিএমসি। সূত্রের খবর অনুযায়ী, মুম্বাইয়ের খার এলাকায় অভিনেত্রীর বাড়িতে বেআইনি নির্মাণ এর নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বাই পৌরসভা।

এর আগে, বেআইনি নির্মাণের নোটিশ পাঠিয়ে তড়িঘড়ি কঙ্গনা রানাওয়াতের প্রোডাকশন হাউজ মণিকর্ণিকা দপ্তরের উপর বুলডোজার চালিয়েছে বিএমসি। এবার তাদের নিশানা অভিনেত্রীর বসতভিটে। বেআইনি নির্মাণ এর নোটিশ পাঠানো হয়েছে সেখানেও।

প্রসঙ্গত কঙ্গনা রানাওয়াতের বাড়িতে অবৈধ নির্মাণ হওয়া নিয়ে বর্তমানে একটি মামলা চলছে আদালতে। ওই মামলার আগামী শুনানির দিন ২৫ সেপ্টেম্বর। সূত্রের খবর অনুযায়ী বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, কঙ্গনার বাড়িতে তার দপ্তর এর থেকে অনেক বেশি বেআইনি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি বিএনপির তরফ থেকে সিটি সিভিল কোর্টে কঙ্গনার বাড়িতে হওয়া অবৈধ নির্মাণ ভাঙার জন্য আবেদন করা হয়। কঙ্গনার বাড়ি মুম্বাইয়ের খার এলাকার ডিবি ব্রিজ বিল্ডিংয়ের পাঁচ তলায় অবস্থিত। বিএনপির দাবি অনুসারে কঙ্গনা রানাওয়াত আর বাড়িতে আটটি বেআইনি রদবদল করেছেন। ফ্ল্যাটে গাছ লাগানো, ব্যালকনি, বারান্দা, বাথরুমে পরিবর্তন, সিরি এবং রান্নাঘরে রদবদল করেছেন অভিনেত্রী।

২০১৮ সালে কঙ্গনা রানাওয়াত তার বসতভিটেয় কিছু পরিবর্তন করেছিলেন যার নিয়মবহির্ভূত। এ প্রসঙ্গে সেসময় বিএমসি এমআরটিপি অ্যাক্টের আওতায় অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছিল। সে সময় সিটি সিভিল কোর্টে একটি মামলা দায়ের করে বিএমসির পদক্ষেপের বিরুদ্ধে স্টে অর্ডার নিয়েছিলেন অভিনেত্রী। এবার সেই স্টে অর্ডার স্থগিত করার আবেদন নিয়ে আদালতে নতুন সাবমিশন করেছে বিএমসি।

Related Articles

Back to top button
error: