দেশ

দিল্লি রায়টের অতিরিক্ত চার্জশিটে নাম নেই সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়ন্তী ঘোষের; জানিয়ে দিল দিল্লি পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি রায়টের ষড়যন্ত্রকারী হিসাবে চার্জশিটে
সিপিএইএমের সাধারণ সম্পাদক সীতার‍াম ইয়েচ‍ুরির নাম। নাম রয়েছে স্বরাজ অভিযান দলের প্রধান সমাজকর্মী যোগেন্দ্র যাদব, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপ‍ূর্বানন্দ ও জেএনইউ এর অর্থনীতির অধ্যাপিকা জয়তী ঘোষেরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং অন্যান্য বিশিষ্ট বাম নেতারা। এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওই চার্জশিটে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব এবং জয়ন্তী ঘোষেদের নাম নেই।

প্রসঙ্গত, গতকাল ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, দিল্লির রায়টের মামলায় ধৃত ৩ ছাত্রীর জবানবন্দির ভিত্তিতে তৈরি অতিরিক্ত চার্জশিটে নাম উল্লেখ করা হয়েছে সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অধ্যাপক অপূর্বানন্দ, সমাকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের। এই খবর প্রকাশে আসতেই সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ সম্পূর্ণ অবৈধ ভাবেসিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে অংশ নেওয়াকেই ‘দাঙ্গায় প্ররোচনা’ ও ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করেছে। এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে রবিবার দিন ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত ওই খবরকে অস্বীকার করে বলা হয়,”দিল্লি পুলিশ ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত খবরকে খন্ডন করে যা, ১২.০৯.২০২০ তারিখে “দিল্লি রায়ট: ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়ন্তী ঘোষের নাম অতিরিক্ত চার্জশিটে রেখেছে পুলিশ”শিরোনামে প্রকাশিত হয়েছিল।”

এ প্রসঙ্গে আরেকটি টুইট করে দিল্লি পুলিশের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের অ্যাকাউন্টে লেখা হয়,”এটা পরিষ্কার যে শ্রী সীতারাম ইয়েচুরি, শ্রী যোগেন্দ্র যাদব এবং শ্রীমতি জয়তি ঘোষের নাম দিল্লি পুলিশ অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে সাজায়নি।”

Related Articles

Back to top button
error: