দেশ
দুমাস ধরে বন্ধ নতুন কোভিড কেয়ার সেন্টার; গৌতম গম্ভীরের অভিযোগ তিনি বানিয়েছেন বলেই বন্ধ করে রেখেছে কেজরিওয়াল সরকার
টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিজেপি নেতা গৌতম গম্ভীরের অভিযোগ তিনি বানিয়েছেন বলেই বন্ধ করে রাখা হয়েছে সদ্য প্রস্তুত কোভিদ কেয়ার সেন্টার। দিল্লির সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন গৌতম গম্ভীর। তাঁর দাবি, দিল্লির সরকার একসঙ্গে কাজ করার কথা বললেও আদতে তা করে না।
রবিবার একটি টুইট করে গৌতম গম্ভীর লেখেন,”কথা বলেন একসঙ্গে কাজ করার, কিন্তু দুমাস ধরে তৈরি হয়ে থাকা কোভিড কেয়ার সেন্টার শুধুমাত্র এই কারণে বন্ধ করে রাখা হয়েছে যে সেটা আমি বানিয়েছি!” এরপর দিল্লির সরকারের এহেন রাজনীতির তীব্র নিন্দা করে গৌতম গম্ভীর আরো লেখেন,”এখন প্রতিদিন ৪-৪ হাজার করোনার কেস সামনে আসছে অরবিন্দ কেজরিওয়ালজী, মহামারীর সময় এ ধরনের রাজনীতি লজ্জাজনক। দ্রুত সেন্টার খুলে দিন।”