দেশ

দিল্লী হিংসার চার্জশিটে সীতার‍াম ইয়েচ‍ুরি, যোগেন্দ্র যাদবদের নাম

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি হিংসার ষড়যন্ত্রকারী হিসাবে চার্জশিটে নাম
সিপিএইএমের সাধারণ সম্পাদক সীতার‍াম ইয়েচ‍ুরির নাম। নাম রয়েছে স্বরাজ অভিযান দলের প্রধান যোগেন্দ্র যাদব, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপ‍ূর্বানন্দ ও জেএনইউ এর অর্থনীতির অধ্যাপিকা জয়তী ঘোষেরও।

উত্তর প‍ূর্ব দিল্লির হিংসা স‍ুপরিকল্পিত। অনেক আগেই দাবি করেছিল প‍ুলিশ। সেই দাবির ভিত্তিতে ধৃত ৩ ছাত্রীর জবানবন্দির ভিত্তিতে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে প‍ুলিশ। তাদের দাবি, রাজধানীর বিভিন্ন প্রান্তে সিএএ এর বির‍ুদ্ধে যে প্রতিবাদ কর্মস‍ূচি হয়েছিল, তার পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। এমনকী ট্রাম্পের ভারত সফরের সময় দেশের বিভিন্ন প্রান্তে যে প্রতিবাদ কর্মস‍ূচি হয়, তাতেও ছিল গভীর ষড়যন্ত্র। আর সেই কারণেই ইয়েচ‍ুরিদের নাম অতিরিক্ত চার্জশিটে রাখা হয়েছে। প‍ুলিশের দাবি, তাঁরা কেন্দ্রীয় সরকারের বির‍ুদ্ধে আয়োজিত বিক্ষোভে মদত জ‍ুগিয়েছেন এবং বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছেন

Related Articles

Back to top button
error: