দেশ

ফের উত্তরপ্রদেশ! হাথরাসের ছোঁয়া এবার ফতেপুরে; টয়লেটে গিয়ে আর ফিরলেন না শিক্ষিকা

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের একের পর এক গণধর্ষণ ও খুনের কান্ড ঘটেই চলেছে। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফতেপুর। দুষ্কৃতীদের হাতে শিকার হলেন এক কুড়ি বছর বয়সী শিক্ষিকা। ফতেপুর গ্রামের একটি স্কুলে পড়াতেন ওই শিক্ষিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধ্যের পর টয়লেট করতে বাড়ি থেকে বের হন তিনি। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই শিক্ষিকা। বাড়ির লোক ও আত্মীয় স্বজন মিলে ওই শিক্ষিকার খোঁজে তল্লাশি শুরু করলে গভীর রাতে বাড়ি থেকে খানিকটা দূরে একটি ক্ষেতের মধ্যে তাঁর নিথর দেহ খুঁজে পাওয়া যায়। সে সময় প্রায় বিবস্ত্র অবস্থায় ছিলেন ওই শিক্ষিকা। শরীরের একাধিক জায়গায় রক্তের দাগও ছিল। তড়িঘড়ি ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর রাতেই ঘটনাস্থলে পৌঁছান ফতেপুরের জেলাশাসক এবং এসপি। ওই শিক্ষিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিকে পরিবারের সদস্যরা ময়নাতদন্তের পর শিক্ষিকার মৃতদেহ গ্রামে ফেরানোর উদ্যোগ করলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়। পরিবারের লোকেদের অভিযোগ, তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পাশের গ্রামেই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, একজন নয় একাধিক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button
error: