দেশ
বিহারে ৫০ আসনে নির্বাচনে লড়বে শিবসেনা; উদ্ধব এবং আদিত্য ঠাকরে হবেন তারকা প্রচারক
টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের বিরুদ্ধে ৫০ আসনে লড়বে শিবসেনা। ইতিমধ্যেই কুড়ি জন তারকা প্রচারকের তালিকা জারি করেছে শিবসেনা। যেখানে প্রথম নাম রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের, দ্বিতীয় তাঁর পুত্র তথা মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরের। এরপর রয়েছেন শিবসেনা মুখপাত্র তথা সংসদ সঞ্জয় রাউত, রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, অরবিন্দ সাওয়ান্ত, অনিল দেসাই, সুভাষ দেসাই, গুলাবরাজ পাটিল, রাহুল সোবালে সহ অন্যান্য শিব সৈনিকেরা।