দেশ

হাথরাসের নির্যাতিতার পরিবারকে আদালতের সামনে বাধা-নিষেধ ছাড়া সাক্ষাতের ও স্বেচ্ছায় যাতায়াতের সম্মতিপত্র দিল উত্তরপ্রদেশ সরকার

টিডিএন বাংলা ডেস্ক: হাথরাসের নির্যাতিতার পরিবারের তরফ থেকে সমাজকর্মী ও অখিল ভারতীয় বাল্মিকী মহা পঞ্চায়েতের জাতীয় সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার চৌধুরীর এলাহাবাদ হাইকোর্টে একটি আর্জি দাখিল করে নির্যাতিতার পরিবারের ওপর পুলিশ প্রশাসনের বিবিধ বাধা-নিষেধ অপসারণের আবেদন জানিয়েছেন। ওই আবেদন পত্রে বলা হয়েছে, পুলিশ প্রশাসনের বাধানিষেধের কারণে হাথরাসের নির্যাতিতার পরিবার নিজেদের বাড়িতেই বন্দি হয়ে রয়েছেন। শুধু তাই নয় বাধানিষেধের কারণে তাদের সাথে কেউ সাক্ষাৎ করতে আসতেও পারছেন না। নির্যাতিতার পরিবার কারো সাথে মন খুলে কথা পর্যন্ত বলতে পারছেন না। এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা ও আবেদনপত্রে সরকারি আমলাদের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে ঘরের বাইরে বের হতে না দেওয়ার অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় তারা হাথরাসে সুরক্ষিত নন, দিল্লি যেতে চান।এই আবেদনপত্রের ভিত্তিতে এদিনের শুনানি সম্পূর্ণ হয়েছে। তবে এদিনের রায়দান স্থগিত করেছে আদালত।

এদিন শুনানির সময় উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্যাতিতার পরিবার কে অবৈধভাবে বন্দি করে রাখা হয়নি। পরিবারের সদস্যরা যার সাথে ইচ্ছে দেখা করতে পারেন যেখানে ইচ্ছে যেতে পারেন। শুধু তাই নয় আদালতে এ বিষয়ে একটি সম্মতিপত্র নির্যাতিতার পরিবারকে দেওয়া হয় উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে।

Related Articles

Back to top button
error: