লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সাহায্য, রাষ্ট্রসঙ্ঘের বিশেষ মানবিকতার পুরস্কার অভিনেতা সোনু সুদকে
টিডিএন বাংলা ডেস্ক: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করায় রাষ্ট্রসঙ্ঘের বিশেষ মানবিকতার পুরস্কার পেলেন অভিনেতা সোনু সুদ। সোমবারই ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে। এক ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সোনু সুদকে পুরস্কার তুলে দেওয়া হয়।
এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “মিস্টার সোনু সুদকে স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই পুরস্কার পাঞ্জাব সরকারের ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং ও সাস্টেইনেবল গোলস কো-অর্ডিনেশন সেন্টারের তরফে পৌঁছে দেওয়া হবে। স্বাধীন বিচারকের সিদ্ধান্তে এই পুরস্কার দেওয়া হয়। এই বিষয়ে ইউএনডিপি কোনও মতামত দেয়নি। এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করার জন্য আমরা সোনু সুদের প্রশংসা করছি ও এই পুরস্কারের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।”