সাহিত্য

ঈদের পর সহজিয়ার শারদ সংখ্যা নিয়ে আগ্রহ বাড়ছে  

টিডিএন বাংলাঃ প্রায় একবছর ধরে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কিছু মানুষ ‘সহজিয়া’ নামের একটি পত্রিকা প্রকাশের চেষ্টা করছিলেন। কিন্তু আমফানের পূর্বে সেই প্রচেষ্টা জোরদার হয়। বাংলায় আমফানের ব্যাপক তাণ্ডব দেখে তাঁরা স্থির থাকতে পারেননি। আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ‘সহজিয়া’ পত্রিকার ঈদ সংখ্যা প্রকাশের কাজ হাতে নেওয়া হয়। সেই ঈদ সংখ্যা গৌরবের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। ঈদ সংখ্যা বিক্রির এক লক্ষ ত্রিশ হাজার টাকার পুরোটাই আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজে লাগানো হয়েছিল। এবার সহবস্থানকে আরও মজবুত করতে সহজিয়া শারদ সংখ্যা প্রকাশ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই সহজিয়া শারদ সংখ্যা পাঠকের হাতে পৌঁছে যাবে। পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে এবার কলেবরে আরও বৃহৎ। সাতাশ জন প্রাবন্ধিকের প্রবন্ধ শারদ সংখ্যার বিশেষ আকর্ষণ। অশোক মুখোপাধ্যায়, দেবতোষ চক্রবর্তী, কমলেশ ভৌমিক, সৌম্য বসু, সৌমিত্র দস্তিদার, মনীষা বন্দ্যোপাধ্যায়, চৌধুরী আতিকুর রহমানদের মতো প্রাবন্ধিকরা কলম ধরেছেন। পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারী, আনসারউদ্দিন, শুভঙ্কর গুহ, অভিজিৎ চৌধুরী সহ ৪২ জন লেখকের গল্প ঠাঁই পেয়েছে। পাশাপাশি মুর্শিদ এ এমের একটি উপন্যাস ও এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাসের একটি বিশেষ নিবন্ধ শারদ সংখ্যায় অন্যমাত্রা যোগ হতে চলেছে। কবিতায় মন্দাক্রান্তা সেন, তৈমুর খান, চিরপ্রশান্ত বাগচী, গোলাম রসুল, মহম্মদ সামিম সহ ৭৫ জন কবির কবিতা দুই মলাটের মধ্যে রয়েছে। এছাড়া  সাক্ষাৎকার, অনুবাদ সাহিত্য, রম্য রচনা, মুক্তগদ্য, ভ্রমণ কাহিনী, চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ পর্যালোচনাও রয়েছে। পশ্চিমবঙ্গের বুকে একই পত্রিকা গোষ্ঠীর ঈদ সংখ্যা ও শারদ সংখ্যা নিয়ে সম্ভবত প্রথম কাজ। স্বাভাবিকভাবেই সহজিয়া শারদ সংখ্যা নিয়ে পাঠক মহলে আগ্রহ বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলার পত্রিকা স্টলে সহজিয়া শারদ সংখ্যা পাওয়া যাবে। সঙ্গে haritbooks.com (হরিৎ বুকস ডট কম) boighar.in(বইঘর ডট ইন) collegestreet.net( কলেজ স্ট্রিট ডট নেট)  অনলাইনেও প্রি বুকিং শুরু হয়েছে বলে পত্রিকার পক্ষ থেকে জানা গেছে। সম্পাদকমণ্ডলীর সদস্য নাফিস আনোয়ার, সরফরাজ মল্লিকরা জানান, সহজিয়া সকলকে ভালোবাসতে চাই,সকলকে নিয়েই সহবস্থান গড়তে এবং গ্রাম স্তরের প্রতিভাকে সুযোগ দেওয়ার কাজটিই হাতে নিয়েছে।

Related Articles

Back to top button
error: