দেশ

বাবরি ধ্বংস মামলার রায়ে সমাজের সমস্ত অংশ পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতির সাথে একত্রিত হবে; আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাল আরএসএস

টিডিএন বাংলা ডেস্ক: সিবিআইয়ের বিশেষ আদালতে ২৮ বছর ধরে চলতে থাকা বাবরি মসজিদ ধ্বংস মামলায় পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগে ৩২ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আদালতের তরফ থেকে রায় দেওয়া হয় যে, বাবরি মসজিদের ধ্বংসের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না। সিবিআইয়ের বিশেষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরএসএস। আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছে,”সংঘ বিতর্কিত কাঠামো ধ্বংস মামলার সকল আসামিকে খালাস দেওয়ার জন্য বিশেষ সিবিআই আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায়।” পাশাপাশি আরএসএসের প্রধান কার্যবাহক সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন,”এই নির্ণয় করে সমাজের সমস্ত বর্গের পারস্পরিক বিশ্বাস এবং সম্প্রীতির সাথে একত্রিত হয়ে দেশের সামনে আসা বিপদের সামনে সফলতা পূর্বক লড়াই করে দেশকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত হওয়া উচিত।”

Related Articles

Back to top button
error: