করোনা এবং বন্যা পরিস্থিতির জন্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পিছিয়ে দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার ইউপিএসসি সিভিল সার্ভিস দুই হাজার কুড়ি পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের দিন পিছিয়ে দিতে অস্বীকার করল শীর্ষ আদালত। এই পরীক্ষা অক্টোবর মাসের ৪ তারিখ হবার কথা ছিল। তবে দেশজুড়ে বাড়তে থাকা করোনার সংক্রমণ এবং বন্যা পরিস্থিতির কারণে এই পরীক্ষা পিছিয়ে ২০২১ সালে হতে চলা সিভিল সার্ভিস পরীক্ষার সঙ্গে একত্রিত ভাবে নেওয়ার আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি এএম খানভিলকর, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণা মুরারির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে কোভিড -১৯ মহামারীর কারণে সিভিল সার্ভিস পরীক্ষার শেষ সুযোগে অংশগ্রহণ করতে পারবেন না, এমন প্রত্যাশীদের আরও একটি সুযোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য বলে।