টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে গোটা দেশে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশানের ডাকে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবাদ দিবস পালন করা হয়। শনিবার এই প্রতিবাদের দিবসের ছিল শেষ দিন । এদিন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের ডাকে স্ট্যান্ড রেলওয়ে মেন্স ইউনিয়ন মালদা শাখা কর্মীরা প্রতিবাদ দিবস’ এর সামিল হন। ইংরেজবাজার শহরের মালদা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্ট্যান্ড রেলওয়ে মেন্স ইউনিয়ন মালদা শাখা অফিস থেকে সকল কর্মীরা একটি মোটর সাইকেল রেলি বের করেন। পাশাপাশি সংগঠন অফিসের সামনে সংগঠনের রেলওয়ে কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে উমেন্স ইউনিয়নের মালদা শাখার সম্পাদক সুশীল কুমার চৌধুরী সহ অন্যান্য সদস্যরা।