দেশ

সম্প্রীতির নজির! কাশী বিশ্বনাথ মন্দির করিডর নির্মাণের জন্য জমি দিল জ্ঞানব্যাপি মসজিদ

টিডিএন বাংলা ডেস্ক : কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর প্রকল্পের জন্য জমি দিল বেনারসের জ্ঞানবাপি মসজিদ কর্তৃপক্ষ। করিডর তৈরির জন্য ১৭০০ বর্গফুট জমি দিল তারা। পাল্টা সৌজন্য দেখাল হিন্দুরাও। মন্দির কর্তৃপক্ষ মসজিদের নিকটবর্তী ১ হাজার বর্গফুট জমি দিল মসজিদ কর্তৃপক্ষকে।

বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির। তার গায়েই জ্ঞানব্যাপী মসজিদ। ঐতিহাসিকদের একাংশের মতে, বিদেশি হানাদারদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ১৬৬৯ সালে মূল মন্দিরটি দখল করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন মোঘল বাদশাহ ঔরঙ্গজেব। এখনও মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি দেখা যায়। এরপর মসজিদের কাছেই এখনকার বিশ্বনাথ মন্দিরটি তৈরি করেন মারাঠা রাজ্য মালওয়ার রানি অহল্যাবাই হোলকর। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশী বিশ্বনাথ করিডর নির্মাণের কাজ শুরু করেন।

অঞ্জুমান ইন্তাজামিয়া মসজিদের যুগ্মসচিব এসএম ইয়াসিন বলেন, ‘জ্ঞানব্যাপী মসজিদের তিনটি জমিখণ্ড। একটিতে মূল মসজিদ, দ্বিতীয়টিতে দুই উপসানালয়ের মাঝে যাতায়াতের অংশ, যা ঘিরে বিরোধ। তৃতীয় অংশটি বাবরি মসজিদ ধ্বংসের পর নিরাপত্তা দেখভালের জন্য অনির্দিষ্টকালজুড়ে জেলা প্রশাসনকে দেওয়া হয়েছিল।’ এই তৃতীয় অংশটিই এবার মসজিদের তরফে মন্দির কমিটিকে দেওয়া হয়েছে করিডর নির্মাণের জন্য।

Related Articles

Back to top button
error: