ত্রিপুরায় পৌঁছালেন অভিষেক, ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ত্রিপুরা : ত্রিপুরাতে রাজনীতির হাওয়া গরম হয়ে উঠেছে। আজ রাজ্যে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড-ইন-কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে পুনরায় ত্রিপুরাতে আসলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। আজ সকালের বিমানে করে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এদিন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজ্য সফরে আসছেন। রাজ্যে এসে সোজা সড়ক পথ ধরে চলে যাবেন গোমতী ত্রিপুরা জেলা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে মাতাবাড়িতে পুজো দিয়েই রওনা হবেন আগরতলাতে, সেখানে বেসরকারি হোটেল পোলো টাওয়ারে গিয়ে দলের রাজ্য নেতাদের সাথে বৈঠক করবেন। ত্রিপুরাতে খেলা শুরু হয়ে গিয়েছে বলে এদিন তিনি বলেন।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরই অভিষেক জানিয়েছিলেন, এরপর থেকে তৃণমূল যে রাজ্যের ময়দানে নামবে, সেই রাজ্য জয় করার লক্ষ্য নিয়ে এগোবে। স্রেফ কয়েকজন বিধায়ক পাওয়ার জন্য কোনও রাজ্যে পা বাড়াতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে ২০২৩ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ত্রিপুরা জয়ের লক্ষ্যে আজ অভিষেক কোন বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।