নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: চলছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এক পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াই’ চললেও এনডিএ বর্তমানে ১২২ আসনে এগিয়ে। মহাজোট ১১১ টি আসনে এগিয়ে। অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসির মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন ইতোমধ্যেই একটি আসনে জয়ী হয়েছে। পাশাপাশি আরো চারটি আসনে এগিয়ে রয়েছে তারা। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি একটি আসনে এগিয়ে।