দেশ
পুরীর জগন্নাথ মন্দিরে করোনা আক্রান্ত চার শতাধিক সেবায়েত ও আধিকারিক
টিডিএন বাংলা ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে করোনা আক্রান্ত চার শতাধিক সেবায়েত ও আধিকারিক। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এখনই ধর্মস্থান খোলার কথা ভাবছে না উড়িষ্যা সরকার। সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে হাইকোর্টে। একটি জনস্বার্থ মামলার শুনানিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে যথেষ্ঠ জাগয়া নেই। ফলে এখনই মন্দিরের দরজা খুলে দিলে বাড়বে করোনা সংক্রমন। পাশাপাশি হলফনামায় জানানো হয়, জগন্নাথ মন্দিরের মোট ৩৫১ জন সেবায়েত ও ৫৩ জন আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন সেবায়েতের।