দেশ

আনলক পাঁচে পয়লা অক্টোবর থেকে খুলতে পারে সিনেমাহল, পর্যটন কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: আজই ঘোষণা হতে পারে আনলক পাঁচের নির্দেশাবলী। করোনা পরিস্থিতির মধ্যে আনলক চতুর্থ পর্বের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বরে। এবার শুরু হবে পঞ্চম আনলক পর্ব। এই পর্বে দেশজুড়ে খোলা হতে পারে সিনেমা হল। ২৫ মার্চ থেকে করোনা সংক্রমনের জেরে বন্ধ রাখা হয়েছে সমস্ত সিনেমা হলগুলো।ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পয়লা অক্টোবর থেকে রাজ্যের সমস্ত সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এবার দেশের বাকি রাজ্যের সিনেমা হলগুলো খোলার অনুমতি মিলতে পারে। পাশাপাশি খোলা হতে পারে পর্যটনকেন্দ্রগুলিও। এর আগে সহ দেশের কয়েকটি পর্যটন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র। এবার দেশের বাকি পর্যটন কেন্দ্রগুলো খোলার অনুমতি দিতে পারে কেন্দ্রের গৃহ মন্ত্রালয়। তবে এখনই প্রাইমারি স্কুল খোলার সম্ভাবনা নেই।আনলক চতুর্থ পর্বে নবম থেকে দ্বাদশ শ্রেণীর কনটেইনমেন্ট জোনের বাইরের ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছিল। সামনের মাস থেকে বাকি স্কুল গুলিও খোলার অনুমতি মিলতে পারে। তবে প্রাইমারি স্কুল খোলার জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

Related Articles

Back to top button
error: