দেশ

এনডিএ সহযোগী দলের অভিমত নেয়না, খবরের কাগজ পড়ে জানতে হয় সিদ্ধান্ত; বিস্ফোরক অভিযোগ সুখবির সিং বাদলের

টিডিএন বাংলা ডেস্ক: সদ্য এনডিএর জোট ভেঙে বেরিয়ে আসা পাঞ্জাবের শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল গুরুতর অভিযোগ করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, এনডিএতে থাকা সত্বেও সহযোগী দলের অভিমত নেয়না সরকার। খবরের কাগজ পড়ে জানতে হয় সরকারের সিদ্ধান্ত। এর আগে সুখবীর সিং বাদল একটি টুইট করে জানিয়েছিলেন,”আমাদের কৃষকদের বাঁচাতে আমি পাঞ্জাবের বিজেপি ইউনিট, সমস্ত রাজনৈতিক দল ও সংগঠনকে একত্রিত হওয়ার আহ্বান জানাই। কৃষিক্ষেত্রে অর্থনীতিকে জোরদার করা দরকার এবং শিরোমণি আকালী দল এই লক্ষ্যে যে কোনও প্রচেষ্টা করতে প্রস্তুত।”

প্রসঙ্গত, কৃষি বিল নিয়ে তৈরি হওয়া বিরোধের জেরে শনিবার এনডিএর সঙ্গ ত্যাগ করে স্বতন্ত্র হয়েছে পাঞ্জাবের শিরোমনি অকালি দল। এর আগে অকালি দল থেকে একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল সংসদে এই বিতর্কিত কৃষি বিল পাশ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রক থেকে ইস্তফা দেন।

Related Articles

Back to top button
error: