টিডিএন বাংলা ডেস্ক: আর কত দিন বন্দিদশায় মেহবুবা মুফতি? কেন্দ্রকে জিজ্ঞাসা করলো সুপ্রিমকোর্ট। মঙ্গলবার মেহবুবা কন্যা ইলতিজা আদালতের কাছে বেআইনি ভাবে তাঁর মাকে বন্দি করে রাখা হয়েছে বলে যে অভিযোগ করেছিলো সেই অভিযোগের মামলার শুনানি করতে গিয়ে
বিচারপতি সঞ্জয় কিষান কউলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সুপ্রিমকোর্ট বলে, ‘‘কাউকে চিরকাল বন্দি করে রাখা যায় না। সরকারের কাছে জানতে চাই, ঠিক কত দিন পর্যন্ত এই বন্দিদশা চলতে পারে। সর্বোচ্চ কত দিন পর্যন্ত এক জনকে আটকে রাখা যায় এবং এ ক্ষেত্রে ঠিক কত দিন এই বন্দিদশা চালিয়ে যেতে চান আপনারা।’’