দেশ

কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘উইচ হান্টের’ অভিযোগ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের সমস্ত কাজ বন্ধ করল

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘উইচ হান্টের’ অভিযোগ করে বিশ্বখ্যাত হিউম্যান রাইট সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের সমস্ত বন্ধ করল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর তরফ থেকে জানানো হয়েছে সরকার তাদের সমস্ত অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ফ্রিজ করে রাখার জন্য তারা তাদের কর্মীদের বরখাস্ত করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয় তাদের অভিযোগ, ইডি সহ বিভিন্ন সরকারি সংস্থাগুলি তাদের নিরপেক্ষভাবে কাজ করতে বাধা দিচ্ছে।

যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই গ্লোবাল রাইট সংস্থাটি বেআইনিভাবে বিদেশি লগ্নি ভারতে আনছে। এমনকি এই সংস্থার ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের আওতায় নিবন্ধীকরণ করা হয়নি বলেও জানানো হয়েছে।

এদিকে, একটি প্রেস বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার ব্যাংক একাউন্ট গুলি সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছে, যা তারা ১০ সেপ্টেম্বর জানতে পারে। যার ফলে তাদের সমস্ত কর্মসূচি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিতে হয়েছে। এমনকি ওই সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ফেব্রুয়ারীতে দিল্লির দাঙ্গা এবং ৩৭০ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরের বিষয়ে তাদের রিপোর্ট এবং মন্তব্যের জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। ওই সংস্থার অভিযোগ সরকার ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ নিয়ে মানবাধিকার সংস্থাগুলির বিরুদ্ধে লাগাতার উইচ হান্ট চালিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button
error: