কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন বাড়লো ২ অক্টোবর পর্যন্ত; ১অক্টোবর হবে ভারতজুড়ে রেল অবরোধ
টিডিএন বাংলা ডেস্ক: কৃষি আইনের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলির তাদের আন্দোলন ২ অক্টোবর পর্যন্ত জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঞ্জাবের ‘রেল রোকো’ আন্দোলন চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এর সঙ্গেই পয়লা অক্টোবর সারা ভারতজুড়ে রেল অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠনগুলি।
পাঞ্জাবের কিষান মজদুর সংঘর্ষ কমিটির পক্ষ থেকে গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলন এখনো জারি রয়েছে পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর ফিরোজপুর সহ আরো বেশ কয়েকটি জায়গায়। কৃষকরা এখনো লাগাতার কৃষি আইন এর বিরোধিতায় রেললাইনের ওপরেই বসে রয়েছেন। এদিকে ১ অক্টোবর থেকে মালবা অঞ্চলের কৃষক সংগঠনগুলি ‘রেল রোকো’ আন্দোলন করার আহ্বান জানিয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, গোয়া, ওড়িশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে কৃষকদের পাশাপাশি বিরোধী দলনেতার নেমেছেন আন্দোলনে। কৃষকদের অভিযোগ এই আইনের মাধ্যমে তাদের কাছ থেকে ফসল কেনার পুরো কাজ বিভিন্ন পুঁজিপতিদের অধীনে চলে যাবে এবং এমএসপি ব্যবস্থা শেষ হয়ে যাবে।
এদিকে দেশজুড়ে চলতে থাকা কৃষক বিদ্রোহের মধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এমএ স্ত্রীর ওপর ভিত্তি করে ধানের ক্রয়ের একটি তথ্য প্রকাশ করা হয়েছে। ওই তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় মোট ১০.৫৩ কোটি টাকার ধান এমএসপির ওপর ভিত্তি করে কেনা হয়েছে।