দেশ

কুঁয়ো থেকে এক শিশুকে উদ্ধারের প্রচেষ্টায় কুঁয়োতেই পড়ে গেল ৩০ জন, মৃত ৩

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে শনিবার রাতে একটি আট বছরের বালিকা ঘটনাক্রমে পড়ে যায় ৪০ ফুট গভীর এক কুঁয়োর মধ্যে। ঘটনা জানাজানি হতেই সেখানে জড়ো হয় গ্রামবাসী। শুরু হয় উদ্ধারের প্রচেষ্টা। দীর্ঘক্ষন ধরে প্রচেষ্টা করেও সফল হয়নি গ্রামবাসী। উল্টে উদ্ধার করতে গিয়ে ৩০ জন গ্রামবাসী পড়ে যায় সেই কুঁয়োর মধ্যেই। উদ্ধার করা অসম্ভব বুঝে খবর দেওয়া হয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কাছে। তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যায় দুর্যোগ মোকাবিলা বাহিনী। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এছাড়া শেষ পাওয়া খবর অনুজায়ী একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। তার মধ্যে ১৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। যদিও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি সেই ৮ বছরের বালিকাকে। এই দুর্ঘটনার কথা জানতে পেরে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ট‍্যুইটারে এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে এই ঘটনার প্রতি তিনি নজর রাখছেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী কৈলাস সরঙ্গকে পাঠানো হয়েছে ঘটনাস্থলে। শেষ খবর অনুযায়ী এখনো চলছে উদ্ধারকার্য। যারা আটকা পড়ে আছে তাদের ভাগ‍্যে কি আছে বলা মুশকিল।

Related Articles

Back to top button
error: