বাবরি মসজিদ ধ্বংস মামলায় আডভানি-যোশি-উমা ভারতীর সহ ৩২ অভিযুক্তকে বেকসুর খালাস

টিডিএন বাংলা ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংস মামলার অভিযোগ থেকে লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী উমা ভারতী সহ ৩২ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। লাল কৃষ্ণ আদভানির মুক্তির পর কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ টেলিফোনের তার সাথে কথোপকথন করেন। পাশাপাশি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এল কে আদভানির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে পৌঁছন।

বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট ৪৯ জন অভিযুক্ত ছিলেন যার মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ রায় ঘোষণার দিনে বাকি ৩২ জন অভিযুক্তকে কোর্টরুমে উপস্থিত থাকতে বলা হয়। তবে লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, কল্যান সিংহ, সতীশ প্রধান, মহন্ত গোপাল দাস এবং উমা ভারতী উপস্থিত ছিলেন না। সূত্রের খবর অনুযায়ী, এঁদের ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত করা হয়।

বিগত ২৭ বছর ধরে চলতে থাকা বাবরি ধ্বংস মামলায় শেষপর্যন্ত আজ, ৩০ সেপ্টেম্বর সিবিআইয়ের বিশেষ আদালত রায় ঘোষণা করা হল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো ধ্বংস করারমামলায় প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এল কে আদভানি, প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশি, উমা ভারতী, বিজেপি নেতা বিনয় কাটিয়ার, মহান্ত নৃত্য গোপাল দাস এবং সাধ্বী রিতম্বরা সহ মোট ৩২ জনকে অভিযুক্ত ঘোষণা করা হয়েছিল। এর আগে সমস্ত অভিযুক্তদের শুনানি অনলাইন করা হয়। সুপ্রিম কোর্ট এই মামলা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল।