টিডিএন বাংলা ডেস্ক: গায়ের জোরে তরুণীর দেহ শেষকৃত্য করা হয়েছে।
বুধবার রাত তিনটের পরেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে উত্তরপ্রদেশের দলিত নির্যাতিতার। বারবার মৃত যুবতীকে শেষবারের মতো উত্তরপ্রদেশের হাথরাসে তাঁর বাড়িতে নিয়ে যেতে চাওয়া হলেও দেওয়ার হয়নি অনুমতি। এমনটাই অভিযোগ পরিবারের।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মা এ ভাইয়ের সঙ্গে হাথরাসের ক্ষেতে কাজ করতে গেছিলেন ২০ বছরের দলিত তরুণী। গলায় ওড়না বেঁধে বাজরার ক্ষেতে টেনে নিয়ে যায় উচ্চ বিত্ত চার যুবক। সেখানেই তাকে গণধর্ষণ করে হাড় গুঁড়িয়ে দেয় ও জিভ কেটে নেয়। কার্যত পঙ্গু হয়ে আইসিইউতে শুয়ে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান ওই তরুণী। এদিন মৃত তরুণীর পরিবারকে দেখতে দেওয়ার আগেই জোর জবরদস্তি হাসপাতাল থেকে দেহ নিয়ে গিয়ে দাহ করা হয়। সাংবাদিক, স্থানীয়দেরও আটকে দেয় পুলিশ।