দেশ

হাথরাস গণধর্ষণ কান্ডে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন, কড়া শাস্তির দাবি প্রধানমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস গণধর্ষণ কান্ডে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো যোগী সরকার। তিন সদস্যের টিম গঠন করে দ্রুত অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চালুর নির্দেশ প্রদান করা হয়েছে।অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হাথরাস গণধর্ষণের ঘটনায় দোষীদের ছাড়া হবে না। এই ঘটনায় যে বিশেষ দল গঠন করা হয়েছে, তারা আগামী সাতদিনের মধ্যে আমাকে রিপোর্ট জমা দেবে। যাতে তাড়াতাড়ি বিচার হয় তার জন্য এই মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে হবে।” তিনি আরো জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। দোষীদের যাতে কড়া শাস্তি হয় তার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

Related Articles

Back to top button
error: