দেশ

উত্তর প্রদেশে পুলিশের হাতে আটক ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ; অভিযোগ দলীয় সদস্যদের

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার ভীম সেনাপ্রধান চন্দ্রশেখর আজাদ এবং দিল্লি ইউনিটের প্রধান হিমাংশু বাল্মিকীকে ২০ বছর বয়সী হাথরাসের মৃত দলিত গণধর্ষিতার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পথে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের সহযোগীরা বুধবার এ নিয়ে অভিযোগ করেছেন। যদিও পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোন নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

চলতি বছরের মার্চ মাসে প্রতিষ্ঠিত আজাদ সমাজ পার্টির কর্মীদের অভিযোগ অনুযায়ী চন্দ্রশেখর আজাদ এবং বাল্মিকী মঙ্গলবার রাত দশটার পর থেকে নিখোঁজ। তারা হাথরাসে বীভৎস গণধর্ষণের শিকার ২০ বছর বয়সী যুবতীর দিল্লি হাসপাতালে মারা যাওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। আজাদ সমাজবাদী পার্টির সদস্য রবীন্দ্র ভাটি বলেন, আজাদ এবং বাল্মীকির লোকেশন সংক্রান্ত কোন তথ্য পাওয়া যাচ্ছে না জেওয়ার টোলপ্লাজায় পৌঁছনোর পর থেকে। ওই টোলপ্লাজা থেকেই তাঁদের আলীগড়ের তাপ্পালের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। তার অভিযোগ চন্দ্রশেখর আজাদ এবং বাল্মিকী কে পুলিশ গ্রেফতার করলেও এই তথ্য জনসমক্ষে আনতে চাইছে না।

এদিকে হাথরাসের গণধর্ষিতার মরদেহের অন্তিম সৎকার বুধবার রাতেই করা হয়। পরিবারের অভিযোগ পুলিশ তাদেরকে বাধ্য করেছিল রাতের মধ্যেই তাদের মেয়ের মরদেহ সৎকার করার জন্য। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গণধর্ষিতার পরিবার তাদের ইচ্ছে অনুসারেই হাথরাসে গিয়ে অন্তিম সৎকারের কাজ করেছেন।

Related Articles

Back to top button
error: