যন্তর মন্তরে হাথরাস কান্ডের বিরোধিতায় বিক্ষোভ দেখালো ভিম আর্মি পার্টি, শামিল হলেন কেজরী-ইয়েচুরি-স্বরা ভাস্কর
টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাস কান্ডের বিরোধিতায় তথা একের পর এক উত্তর প্রদেশের মহিলাদের ও দলিতদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখালো ভিম আর্মি পার্টি, আইসা,কংগ্রেস, ও অন্যান্য বাম সংগঠন। তাঁদের দাবি হাথরাস কাণ্ডের নির্যাতিতার সুবিচার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ। এই প্রতিবাদী মিছিলে শামিল হন ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের কয়েকশো সমর্থক। প্রতিবাদ মিছিলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই (এম) এর সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজার মত বিরোধী দলের নেতাদের পাশাপাশি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর অংশগ্রহণ করেছিলেন।
হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে এদিন কয়েকশো প্রতিবাদী কণ্ঠস্বর হাথরাসের নির্যাতিতার সুবিচার চেয়ে যন্তর মন্তরে সমাগত হন। বৃহস্পতিবার ভোর থেকে হাথরাসের গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে আজ দিনভর রাজনৈতিক নেতাদের তো বটেই, সাংবাদিকদেরও নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদ করে ভিম আর্মি পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ বলেন,”আমি হাথরাসে যাবই। সুবিচার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি।”
হাথরাসের ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করে সীতারাম ইয়েচুরি বলেন,”এই ঘটনার পর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই উত্তরপ্রদেশ সরকারের। আমরা সুবিচার চাইছি।”
অপরদিকে হাথরাসের ঘটনার তীব্র সমালোচনা করলেও এই ঘটনা নিয়ে রাজনীতি করা অনুচিত বলে মন্তব্য করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন,”এনিয়ে রাজনীতি করা অনুচিত। তবে কেন এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মুম্বই বা দিল্লিতেই ঘটে? দেশে ধর্ষণ বন্ধ হওয়া উচিত।”