হাথরাস কাণ্ডে শীর্ষ পুলিশ আধিকারিকদের বরখাস্ত করল যোগী সরকার; নির্যাতিতার পরিবার সহ সকলের করা হবে নারকো টেস্ট
টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস জনরোষের মুখে পড়ে শুক্রবার তদন্তের পর জমা দেওয়া এসাইটির প্রথম রিপোর্টের ভিত্তিতে উত্তর প্রদেশে পুলিশের শীর্ষ পদাধিকারীদের বরখাস্ত করল যোগী সরকার। একটি প্রেস নোট জারি করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবার সহ এই মামলায় জড়িত সকল ব্যক্তির অর্থাৎ বাদী-বিবাদীর দুই পক্ষেরই নারকো টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।
সাংবাদিকদের উদ্দেশ্যে জারি করা ওই প্রেস নোট অনুযায়ী, হাথ্রাস কান্ডের তদন্তের জন্য গঠিত এসাইটিস টিনের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে কাজে ভিলেনি করার জন্য বরখাস্ত করা হয়েছে এসপি বিক্রান্ত বীরকে। এর পাশাপাশি বরখাস্ত করা হয়েছে সিও রাম শবদ, পরিদর্শক দীনেশ কুমার ভার্মা, এসআই জগভীর সিং এবং প্রধান কনস্টেবল মহেশ পালকে।
শুক্রবার সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর দপ্তর থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে,”হাথরাস কান্ডে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে এসপি, ডিএসপি, ইন্সপেক্টর এবং অন্যান্য আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।”ওই বিবৃতিতে আরো বলা হয়েছে,”এসপি এবং ডিএসপিদের নারকো-পলিগ্রাফ টেস্ট করা হবে।”
শুক্রবারের এই সাসপেনশন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রবীন কুমার লক্ষকরের নাম। প্রসঙ্গত ইনিই সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যার সঙ্গে নির্যাতিতার বাবার কথোপকথনের একটি ভিডিও ‘ইন্ডিয়া টুডে’র খবরে প্রকাশিত হয়। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্যাতিতার বাবা কে বলছেন যে মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তো আজ না হলে কাল চলে যাবে কিন্তু তারা সবসময় পাশে রয়েছেন। তাই নির্যাতিতার বাবার ভেবে দেখা উচিত যে তিনি কতবার নিজের বয়ান পরিবর্তন করবেন। তার এই বক্তব্য যে আদতে হুমকি তা বুঝে নিতে অসুবিধা হয়নি নেটিজেনদের। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোড়ন শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এধরনের সমস্ত অপবাদ সম্পূর্ণ অস্বীকার করেছেন হাথরাসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।