টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস কাণ্ডে এসআইটির প্রাথমিক তদন্তের রিপোর্টের ভিত্তিতে শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকদের সাসপেন্ড করার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপির কল রেকর্ডিং প্রকাশ্যে আমার দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। পাশাপাশি হাথরাস কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
একটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন,”যোগী আদিত্যনাথজি পদত্যাগ করুন। আপনার কোনো নৈতিক অধিকার নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয় থাকার।”
এরপর অপর একটি টুইটে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন,”কিছু আধিকারিকদের সাসপেন্ড করে কি হবে? হাথরাসের পীড়িতা, তাঁর পরিবারকে ভয়ানক যন্ত্রণা কর আদেশে দেওয়া হয়েছে? হাথরাসের ডিএম, এসপির ফোন রেকর্ড পাবলিক করা হোক। মুখ্যমন্ত্রীজি আপনার দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করবেননা। দেশ দেখছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ইস্তফা দিন।”