কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করলো ওয়েলফেয়ার পার্টি। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার নিমতৌড়ী হাই রোড চৌরঙ্গী মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, মহকুমা সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।