দেশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ এবার লালু প্রসাদ যাদবের পারিবারিক সমস্যাকে হাতিয়ার করে ছুঁড়লেন প্রশ্নবাণ

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে বিহারের মানুষকে সম্বোধন করেন।তাঁর ভাষণে, তিনি এনডিএ শাসনের ১৫ বছরের সাফল্য গণনা করার সময়, আরজেডি সরকার এবং লালু প্রসাদ যাদবের পরিবারকে নিশানা করেন। শুধু তাই নয় এত বছরের মধ্যে প্রথমবারের নীতীশ কুমার লালু প্রসাদের পরিবারিক কলহ নিয়ে রীতিমতো প্রশ্ন উত্থাপন করেন।

এদিনের ভার্চুয়াল ভাষণের সময় লালুপ্রসাদের পারিবারিক কলহ প্রসঙ্গে মন্তব্য করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জিজ্ঞাসা করেন,”আমি জানতে চাই যে ঐশ্বর্য রায়ের সাথে হল? একজন শিক্ষিত মহিলার সাথে কি হলো? দারোগাবাবু নাতনির সাথে কি হলো? আপনারা পরিবারতন্ত্র চালাচ্ছেন। এরকম বড় মাপের মানুষদের সঙ্গে কি করা হলো?”

প্রায় তিন ঘণ্টা ধরে চলা ভাষণেএদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিগত ১৫ বছর ধরে তাঁর শাসনকালে তিনি কি কি করেছেন তার হিসেব নিকেষ দেওয়ার পর ভাষণের শেষের দিকে লালু প্রসাদ যাদবকে লক্ষ্য করে নিশানা সাধেন। তিনি বলেন,”বাবু বলেছিলেন নীতি ছাড়া রাজনীতি করা উচিত নয়,তবে কিছু লোক অর্থের জন্য রাজনীতি করেন, নীতির জন্য নয়। কিছু লোক মহাত্মা গান্ধীর নাম নেন তবে তাঁর নীতির বিপরীত কাজ করেন।”

নিতিশ কুমার আরো বলেন,”আমরা মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত তাই মদ নিষিদ্ধ করেছি। বাপুর সাতটি সামাজিক পাপের কথা আমরা প্রচুর জায়গায় লিখিয়েছি। কাজ ছাড়া ধন-সম্পদ। শুধু বলুন টাকাটা কোথা থেকে এসেছে? যখন আমরা একসাথে ছিলাম, তখন তাঁকে ব্যাখ্যা দিতে বলেছিলাম, তা না করায় আমরা পৃথক হয়ে গেলাম। অনেক লোক নিজেকে জ্ঞানী বলে বিবেচনা করে তবে কোনও চরিত্র নেই Two দুটি সংখ্যা অনুশীলন করা উচিত নয় Now আজকাল অনেকেবাপুর সাতটি সামাজিক পাপের জন্য আমরা প্রচুর জায়গা লিখেছি। কাজ ছাড়া ধন-সম্পদ। শুধু বলুন টাকাটা কোথা থেকে এসেছে? যখন আমরা একসাথে ছিলাম, তখন তাকে পরীক্ষা দিতে বলুন? যদি তা না করা হয়, তবে আমরা পৃথক হয়ে গেলাম। অনেক লোক নিজেদের জ্ঞানী বলে বিবেচনা করে তবে তাঁদের কোনও চরিত্র নেই। দু নম্বরী ব্যবসা করা উচিত নয়।”

নীতিশ আরো বলেন,”১৫ বছর ধরে স্বামী স্ত্রীর রাজত্ব ছিল, তখন গণহত্যা হত। যে লোকেরা আজ বলছে, তাঁদেরই শাসনে অপরাধীদের পৃষ্ঠপোষকতা করা হত। পুরানো ছবি এবং আজকের ছবি দেখুন। এই লোকেরা এত দিন ধরে শাসন করছিলেন। ভোট তো নিয়ে নিতেন, কিন্তু কাজ কতটা করতেন?”

লালু প্রসাদের দলকে আরো আক্রমণ করে নীতিশ কুমার বলেন,”প্রত্যেক বাড়িতে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে এখন আর হারিকেনের প্রয়োজন নেই। এদের পোড়ানোর মানসিকতা কোনো দিনই ছিলনা, কারণ এদের ধারণা ছিল যদি যুবসমাজ পড়ে তাহলে তাদের দল আর গলবেনা।”

Related Articles

Back to top button
error: