দেশ

অরুণাচল প্রদেশ চিনের ‘দক্ষিণ তিব্বতের’ অংশ! চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিনের চাঞ্চল্যকর দাবি

টিডিএন বাংলা ডেস্ক: ভারত চীন সীমান্ত বিবাদের মাঝেই অরুণাচল প্রদেশকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিন। অরুণাচল প্রদেশকে চিনেরই অংশ বলে দাবি করেন তিনি। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিন সোমবার বলেন,”চীন কখনোই অরুণাচল প্রদেশকে মান্যতা দেয়নি, যা চিনের দক্ষিণ তিব্বত এলাকায় অবস্থিত।” কিছুদিন আগেই ২৯-৩০ আগস্ট প্যাঙ্গং হ্রদের দক্ষিণ তীরে ভারত এবং চীন সেনার মধ্যে হাতাহাতি লাগে। আর তারপরেই এমন বয়ান দেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

এদিন চিনা বিদেশ মন্ত্রকের ওই মুখপাত্র নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ ভারতীয় প্রসঙ্গে বলেন যে, এ সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী চীনা সেনাবাহিনীর কাছে অরুণাচল প্রদেশের উচ্চ অঞ্চল সুবানসিরি জেলা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সৈন্যদের দ্বারা পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ করেছে। সূত্রের খবর অনুযায়ী, ওই এলাকায় মোতায়েন করা সেনা ইউনিট হটলাইনে পিএলএ-এর অনুমোদিত ইউনিটকে অভিযুক্ত অপহরণ সম্পর্কে তাদের উদ্বেগ জানাতে বার্তা দিয়েছে।

Related Articles

Back to top button
error: