দেশ

২৮ অক্টোবর থেকে শুরু হবে বিহারের ত্রিস্তরীয় নির্বাচন, বাড়ানো হলো মত দানের সময়সীমা; থাকবে একাধিক বিধি নিষেধ

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। মোট তিনটি পর্বে বিহারের বিধানসভা নির্বাচন সম্পন্ন করা হবে। ২৮ অক্টোবর থেকে শুরু হবে ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন। প্রথম পর্বে, ১৬ টি জেলার মোট ৭১ টি বিধানসভা আসনে নির্বাচন হবে। দ্বিতীয় পর্বে, ১৭ টি জেলার মোট ৯৪ টি বিধানসভা আসনে নির্বাচন হবে এবং তৃতীয় পর্বে, ১৫ টি জেলার মোট ৭৮ টি বিধানসভা আসনে নির্বাচন হবে।

প্রথম পর্বের নির্বাচন হবে আগামী ২৮ অক্টোবর, দ্বিতীয় পর্বের নির্বাচন হবে ৩ নভেম্বর এবং তৃতীয় পর্বের নির্বাচন হবে ৭ নভেম্বর। ভোট গণনা করা হবে ১০ নভেম্বর। পরিসংখ্যান অনুসারে, প্রথম চরণে ৩১ হাজার বুথে ভোট দেওয়া হবে। দ্বিতীয় চরণে ৪২ হাজার এবং তৃতীয় চরণে ৩৩ হাজার বুথে ভোট দেওয়া হবে।

বিহারের মোট ২৪৩ টি আসনের মধ্যে ৩৮ আসুন তপশিলি জাতির, ২ আসুন উপজাতিদের জন্য সংরক্ষিত। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, রাজ্যে সেসময় মোট ৬.৬৮ কোটি ভোটার ছিলেন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৩.৩৯ লক্ষ্য। গত নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে আরজেডি জয়লাভ করেছিল মোট ৮০ টি আসনে, জেডিইউ জয়লাভ করেছিল মোট ৭১ টি আসনে, বিজেপি ৫৩ টি আসনে এবং কংগ্রেস ২৭ টি আসনে জয়লাভ করেছিল। এছাড়া ১২ টি আসনে অন্যান্য দল জয়লাভ করেছিল।

এবছর করোনা পরিস্থিতির মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের আয়োজন হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে বেশ কিছু নিয়মাবলী। এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একটি ভোটগ্রহণ কেন্দ্রে এক হাজার জনের বেশি ভোট দেওয়া যাবে না। ভোটগ্রহণ কেন্দ্রের স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি ভোট দানের সময়সীমা এক ঘন্টা বাড়ানো হয়েছে। এবছর সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। করোনায় সংক্রমিত রোগীরা নির্বাচনের শেষ দিন নিজেদের নিজেদের ভোট গ্রহণ কেন্দ্র স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে ভোট দিতে পারবেন।

প্রার্থীরা মনোনয়নের জন্য দুটির থেকে বেশি গাড়ি ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী প্রচারের সময় সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে প্রচার করতে হবে। একজন প্রার্থীর সাথে ৫ জনের বেশি ব্যক্তি প্রতিটি বাড়িতে যেতে পারবেন না।

Related Articles

Back to top button
error: