দেশ

“প্রধানমন্ত্রী মোদীও আমার সন্তান”; জানালেন সিএএ, এনআরসি বিরোধী শাহীনবাগের বিলকিস দাদি

টিডিএন বাংলা ডেস্ক: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমার সন্তান, যদি আমন্ত্রিত হই, তাহলে, তাঁর সাথে দেখা করে আমার খুবই ভাল লাগবে।”—একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশের সিএএ আন্দোলনের কেন্দ্রবিন্দু শাহীনবাগের অতিপরিচিত বিলকিস দাদি।সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত পৃথিবীর ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিলকিস দাদিরও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতবছর সংসদে সিএএ বিল পাস হওয়ার পর ওই বিলের প্রতিবাদে ৮২ বছর বয়সে শাহীনবাগের মহিলাদের সঙ্গে নিয়ে লাগাতার ধরনায় বসে নজর কেড়ে নিয়েছিলেন গোটা দুনিয়ার। সেই আন্দোলনের হাত ধরে আজ গোটা দুনিয়ায় তিনি পরিচিত শাহীনবাগের দাদি হিসেবে। নিজের সেই আন্দোলনের দিনগুলির কথা মনে করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিলকিস দাদি বলেন, আমরা লাগাতার ধরনায় বসে থাকতাম সে বৃষ্টিই হোক কিংবা অত্যধিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। জামিয়া আমাদের সন্তানরা অত্যাচারিত হওয়ার পর থেকেই আমরা ধরনায় বসি। আমাদের সামনে গুলি চালানো হয়েছে কিন্তু কোনো কিছুতেই আমরা দমে যাইনি।

নিজের এই সমস্ত দুঃখের কথা বিলকিস দাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি জানাতে চান কিনা বা প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চান কি না তা নিয়ে প্রশ্ন করা হলে বিলকিস দাদি বলেন,”কেন নয়? আমি যাব। এখানে ভয় পাওয়ার কী আছে?” তিনি আরো বলেন,”মোদীজি আমার ছেলের মতো। আমি তাঁর মায়ের মতো। আমি তাঁকে জন্ম দিইনি ঠিকই কিন্তু আমার বোন তাঁকে জন্ম দিয়েছেন। তিনি আমার সন্তানের মতো।”

শুধু তাই নয়, টাইম ম্যাগাজিনের ওই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম অন্তর্ভুক্ত হওয়ার জন্য নরেন্দ্র মোদির উদ্দেশ্যে অভিনন্দন জানান তিনি। ওই সাক্ষাৎকারে বিলকিস দাদি বলেন,”আমি নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই ওই লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য।”

তবে, এই সময় কাজে করোনার সঙ্গে যুদ্ধের সময় সে কথা উল্লেখ করতে ভোলেননি শাহীনবাগের দাদি। তিনি বলেন,”আমাদের প্রথম লড়াই করোনাভাইরাসের সঙ্গে। এই রোগকে বিশ্ব থেকে মুছে ফেলতে হবে।” উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমনের জেরেই শাহীনবাগ এর লাগাতার চলতে থাকা সিএএ-বিরোধী ধরনা গত ২৪ মার্চ হটিয়ে দেওয়া হয়।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক এবং লেখিকা রানা আইয়ুব বলেছেন,”একহাতে প্রার্থনার মোতি আর এক হাতে জাতীয় পতাকা, বিলকিস প্রান্তিক ভারতের আওয়াজে পরিণত হয়েছেন।”

সম্প্রতি প্রকাশিত হয় টাইম ম্যাগাজিনের এ বছরের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা। ওই তালিকায় এবছর অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পাঁচ ভারতীয়ের নাম। এই তালিকায় চিনের রাষ্ট্রপতি শি চিনপিং, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তাইওয়ানের রাষ্ট্রপতি ত্সই ইঙ্গ-বেনের সাথেই অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা আয়ুষ্মান খুরানা, গুগলের সিইও সুন্দর পিচাই, লন্ডন নিবাসী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডাক্তার রবীন্দ্র গুপ্তা এবং শাহিনবাগ আন্দোলন থেকে চর্চায় উঠে আসা বিলকিস দাদীর নাম।

Related Articles

Back to top button
error: