দেশ
যোগীরাজ্যে প্রকাশ্যে গুলি করে খুন বিজেপি নেতা, চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার দলেরই তিন!
টিডিএন বাংলা ডেস্ক: যোগীরাজ্যে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো বিজেপি নেতাকে। ফিরোজাবাদের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনায় বিজেপিরই তিন নেতাকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দয়াশঙ্কর গুপ্তা। তিনি বিজেপির মণ্ডল সহ-সভাপতি ছিলেন। শুক্রবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন বাইক আরোহী দুষ্কৃতীরা তাকে গুলি করলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয় তার। সংববাদমাধ্যম জানিয়েছে, গোষ্ঠী কোন্দলের জেরেই ওই নেতা খুন হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে।